Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমিকা

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

হালুয়ারগাঁও সুনামগঞ্জ-3000

 

ভূমিকা ঃ- দেশে মানব সম্পদ উন্নায়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষতা উন্নায়ন মূলক প্রশিক্ষণ প্রদান করাই মূল লক্ষ্য।এই প্রতিষ্ঠান হতে প্রশিক্ষিত জনশক্তি শিল্পে উৎপাদন শীলতা বৃদ্ধি,পণ্যের গুনগত মান উন্নয়ন এবং বৈদেশিক/দেশীয় কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। এখানে 2 বছর মেয়াদী এস,এস,সি (ভোকঃ) কোর্সের শিক্ষা দেয়া হবে।এছাড়া স্বল্প মেয়াদী এবং নিয়মিত কোর্সের প্রশিক্ষণ দেয়া হবে।প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তির অভাবে শিল্পায়ন ও কারিগরি ক্ষেত্রে কর্মসংস্থান ব্যহত হচ্ছে অপরদিকে বিদ্যমান বেকার সমস্যার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে যুব জনগোষ্ঠীকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে তারা বিভিন্ন উৎপাদনমূখী কর্মকান্ডে অবদান রাখতে সক্ষম  হবে এবং আর্থ সামাজিক বিকাশকে ত্বরান্বিত করায় অবদান রাখতে পরেবে।বাংলাদেশ হতে প্রতি বছর লক্ষাধিক শ্রমিক প্রবাসে চাকুরীর জন্য গমন করে কিন্তু তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অদক্ষ্য শ্রমিক। ফলে যতেষ্ট পরিমান অর্থ ব্যয় করেও তুলনামূলক ভাবে তাদেরকে নিন্ম মজুরীর চাকুরী করতে হয়।

পক্ষান্তরে প্রশিক্ষিত শ্রমিত হিসেবে বিদেশে চাকুরি লাভে সক্ষম হলে তাদের দ্রুত ভাগ্য উন্নায়ন সম্ভব হবে এবং দেশে অধিক পরিমান বৈদেশিক মূদ্রা প্রেরণে সক্ষম হবে। প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রয়োজন। দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি যোগান দেয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে।